English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৭:৫৮

আবারো একসঙ্গে নোবেল-মৌ

অনলাইন ডেস্ক
আবারো একসঙ্গে নোবেল-মৌ

আগামী ঈদুল আজহা উপলক্ষে ‘আকাশ রাঙা চাদর’ নামের একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় জুটি নোবেল-মৌ । ঈদ উপলক্ষে আর টিভির নতুন প্রজেক্ট ‘ভালোবাসার সাত রঙ’র আওতায় রোমান্টিক গল্প নির্ভর নাটকটি নির্মিত হচ্ছে। এ প্রসঙ্গে নোবেল বলেন, সাধারণ ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয় না করতে পারলেও বিশেষ উৎসব কেন্দ্র বিশেষ কয়েকটি নাটকে অভিনয় করে থাকি। মৌয়ের সঙ্গে জুটি হয়ে এবারো একটি নাটকে অভিনয় করছি। নাটকটির গল্প দারুণ। সামাজিক নানা বিষয়ে মেসেজও থাকবে এতে। দর্শকদের কাছে এটি উপভোগ্য হবে।’ এতে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘বিশেষ কোনো দিবস উপলক্ষে নির্মিত নাটক ছাড়া আমাদের একসঙ্গে অভিনয় করা হয় না। মূলত গল্পের প্রয়োজনেই আমাদের একসঙ্গে অভিনয় করা হয়।  নাটকটির গল্পের স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর মনে হয়েছে এটি ভালো একটি গল্প তাই অভিনয় করছি। আশা করি বরাবরের মতো এবারো আমাদের এ জুটির নাটক দর্শকদের ভালো লাগবে।’ প্রসঙ্গত, গেল রোজার ঈদে এ জুটি অভিনীত হাইওয়ে নাটকটি প্রচার হয়। যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। নাটকে অভিনয়ের পাশাপাশি কয়েকটি নতুন বিজ্ঞাপনেও কাজ করার প্রস্তাব পেয়েছেন মৌ।