English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৪:১৪

ভূয়া সংবাদে ক্ষিপ্ত পাখি, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
ভূয়া সংবাদে ক্ষিপ্ত পাখি, থানায় অভিযোগ

কয়েকটি অনলাইন পোর্টালে ভূয়া সংবাদ এবং বিকৃত ছবি প্রচারের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ‘বোঝেনা সে বোঝেনা’ এর ‘পাখি’ খ্যাত মধুমিতা চক্রবর্তী।

কলকাতার লালবাজার থানায় জয়েন্ট সিপি (ক্রাইম) বিশাল গর্গের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ। ওপার বাংলার আনন্দবাজার, এবেলা, কলকাতা ২৪ সংবাদমাধ্যমগুলো দাবী করেছে, বাংলাদেশের তিনটি সাইটের বিরুদ্ধে তার ছবি বিকৃত করার অভিযোগ এনেছেন মধুমিতা।

একই সঙ্গে দেহব্যবসায় তার নাম জড়িয়ে অশালীন প্রচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন মধুমিতা।

অভিযোগ, তার ১০০টিরও বেশি ছবি বিকৃত করা হয়েছে৷ যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই৷

মধুমিতার স্বামী সৌরভ বলেন, “আমরা এই খবরের কথা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। অনেকেই আমাকে আর মধুমিতাকে ফোন করছেন।

ফেসবুকে ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে এই ভুয়ো খবরের লিংক। শুধু তাই নয়, মধুমিতার বেশ কিছু মর্ফড ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এর পরেই আমরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেই৷

মধুমিতা আর সৌরভের মতে এমন ঘৃণ্য কাজ যারা করেছে তাদের শাস্তি পাওয়া উচিত৷ এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন জয়েন্ট সিপি।