English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১৩:৩৪

প্রথমবারের মতো মিউজিক ভিডিও মডেল হলেন বাঁধন

অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো মিউজিক ভিডিও মডেল হলেন বাঁধন

লাক্স তারকা আজমেরি হক বাঁধনকে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে দেখা যাবে। মিউজিক ভিডিওতে বাঁধনের সঙ্গে রয়েছে শিশুশিল্পী আতিকা রহমান মম। গানের শিরোনাম 'আমি শিশু হয়ে থাকবো'। মনিরুজ্জামান মনির কথায় লেখা গানটির সুর-সংগীত করেছেন আলাউদ্দিন আলী। গানে কণ্ঠ দিয়েছেন মম নিজেই। থ্রি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আতিকুর রহমান। গেল বাবা দিবসে শিল্পী মম-এর একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। সেখানে বাবার চরিত্রে ছিলেন ওমর সানি। সেটিও বেশ প্রশংসা পায়। নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।