English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ০৯:১০

এয়ারপোর্ট রোডে ছিনতাইকারীর কবলে শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক
এয়ারপোর্ট রোডে ছিনতাইকারীর কবলে শবনম ফারিয়া

ছিনতাইকারীর কবলে পড়েছেন ছোটপর্দার মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন (আইফোন সিক্স এস) কেড়ে নিয়েছে। এ কারণে ভীষণ মন খারাপ তার। বুধবার রাত পৌনে ১২টার দিকে শবনম নিজস্ব প্রাইভেট কারে উত্তরার এয়ারপোর্ট রোড পার হচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির গতি কম থাকায় ছিনতাইকারীরা গাড়ির ভেতর হাত ঢুকিয়ে ফোনটি কেড়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। শবনম দুঃখজনক এ ঘটনাটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে তিনি লিখেছেন, 'নিজের টাকায় কেনা ছিল ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অংকও বটে। একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক।' উল্লেখ্য, শবনম ফারিয়া ব্যস্ত আছেন আগামী ঈদের নাটক নিয়ে। বর্তমানে বেশ ক'টি নাটকের শুটিংও শেষ করেছেন।