English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৪:৩৩

দাবাং থ্রি-তে ভিলেন কাজল!

অনলাইন ডেস্ক
দাবাং থ্রি-তে ভিলেন কাজল!

দাবাং থ্রি-তে নাকি থাকছেন কাজল! তাও আবার হিরোইন নয়। ভিলেনের চরিত্রে। খবর ইনাডুবাংলার। সোনাক্ষী ছবি থেকে বেরিয়ে যাওয়ার পর ছবির হিরোইন কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু ভিলেনের কথা ভাবেনি কেউ। কিন্তু পরিচালক প্রযোজকরা কিন্তু সেটা নিয়ে ভাবছিলেন। বেশি করেই ভাবছিলেন। ছবির ভিলেন এক মহিলা। আর সেখানে নাকি তাঁরা কাজলকে সই করাতে চান।  সূত্রের খবর, 3 ইডিয়টসের অফার রিজেক্ট করার পর যখন কাজল সিনেমাটা দেখেন, আফশোস করেছিলেন। রাজকুমার হিরানিকে বলেওছিলেন সে কথা। তাই এবার আর সলমান খানের সঙ্গে ছবি করার সুযোগ ছাড়তে চান না তিনি। হোক না ভিলেনের চরিত্র।  তবে আরবাজ় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।