English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৫:২৬

সাইকেলে সালমান

অনলাইন ডেস্ক
সাইকেলে সালমান

ভারতের স্বাধীনতা দিবস ছিলো ১৫ আগস্ট। এ দিবসটি উপলেক্ষ্যে যেন বলিউড স্টার সালমান খানকেও বেশ স্বাধীন দেখালো। এদিন সকালের ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন সালমান৷

মাঝেমধ্যেই তার এমন ইচ্ছে হয়৷ বান্দ্রা থেকে ওর্লির রাস্তায় হঠাৎ সাইকেল চালানোর ঘটনায় বেশ বিপাকে পড়লেন সাধারণ জনতা। কারণ বলিউডের হার্টথ্রব যখন রাস্তায় সাইকেল চালাচ্ছেন তাকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না। তাই তার সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারই নিরাপত্তারক্ষীরা৷

সাল্লু ভাইজানের কাছে যাতে কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন তারা৷ নানা কৌশলে তারা চলতি গাড়িগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন৷