English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৪:১৬

বাবা হয়ে গর্বিত আমির

অনলাইন ডেস্ক
বাবা হয়ে গর্বিত আমির

বাবা হওয়ার পরে অনেক খানিই বদলে গিয়েছে জীবন, জানালেন গর্বিত বাবা আমির খান। সোমবার আমির বলেন, ‘‘বাবা-মা হওয়ার যে অনুভূতি তা ঠিক বয়ানযোগ্য নয়। প্রথম ছেলে জুনেদ আসার পর বদলে গিয়েছিল জীবন।’’ আইভিএফ ও গর্ভদান বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানে মুম্বইয়ের এক হাসপাতালে যান আমির। গর্ভদানের মাধ্যমেই তৃতীয় ছেলে আজাদকে পেয়েছেন আমির ও তাঁর স্ত্রী কিরণ। আমির জানান, বাবা মা হওয়ার আনন্দ থেকে যারা বঞ্চিত, তাঁদের জন্য একটা বড় সুযোগ করে দিচ্ছে এই পদ্ধতি। কিরণও জানান, আজাদকে পেয়ে সম্পূর্ণ তিনি। সূত্র- আনন্দবাজার