English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ১০:৫৫

সালমানের বিয়ে নিয়ে হতাশ পিতা সেলিম খান

অনলাইন ডেস্ক
সালমানের বিয়ে নিয়ে হতাশ পিতা সেলিম খান

মা, বোন জোর করছেন, আত্মীয়-স্বজন, অনুরাগীরাও চান এবার বিয়েটা সেরেই ফেলুন সালমান খান। কিন্তু বিয়ের কথা শুনলেই মুখে কুলুপ আঁটছেন ভাইজান। ছেলের বিয়ে প্রসঙ্গে বাবা সেলিম খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঈশ্বরও জানেন না, কবে বিয়ের পিঁড়িতে বসবে তাঁর ছেলে। তিনি টুইটারে বলেন, যে কোনও বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করুন, কিন্তু সালমান কবে বিয়ে করছে, এই প্রশ্ন করবেন না। ঈশ্বরও এর উত্তর জানেন না। উল্লেখ্য, গুঞ্জন শোনা যাচ্ছে, নভেম্বরে বিয়ে করতে পারেন সালমান। কিন্তু সে খবর উড়িয়ে দিয়েছেন স্বয়ং সুলতান।