English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ০১:৫৪

বিরতির পর ‘আমি তুমি’তে সারিকা

অনলাইন ডেস্ক
বিরতির পর ‘আমি তুমি’তে সারিকা

বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন সারিকা। মাঝে সন্তানের মা হয়েছেন। অনেকেই মনে করছেন সারিকা হয়তো আর অভিনয় করবেন না। কিন্তু দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ঈদের একাধিক নাটকে অভিনয় করবেন তিনি।

আসছে ১৪ আগস্ট থেকে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘আমি তুমি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন সারিকা।

সারিকা বলেন, ‘এতদিন সংসার, সন্তান নিয়ে নিজের মতো করেই সময় কাটালাম। এখন যেহেতু সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাই অভিনয় করব। আবার সবার সঙ্গে কাজের মাঠে দেখা হবে বিষয়টা ভাবতেই ভালো লাগছে। 

আসন্ন ঈদে জাহিদ হাসান, রেদওয়ান রনি, বেলাল উদ্দিন শুভ’র নির্দেশনায় নাটকে অভিনয় করবেন তিনি। তিনি সর্বশেষ ২০১৩ সালে নাটকে অভিনয় করেছিলেন।

অবশ্য তখন ঘোষণা দিয়েছিলেন যে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত তিনি। কিন্তু শেষমেষ আর চলচ্চিত্রে কাজ করা হয়ে ওঠেনি তার।