English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৮:৩৮

বিয়ে করছেন সোনাক্ষী?

অনলাইন ডেস্ক
বিয়ে করছেন সোনাক্ষী?

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে  বান্টি সাচদেভের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। এবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ে করছেন এ জুটি। 

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে,  ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ,কয়েকদিন  আগে বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। আর সোনাক্ষীও নাকি সময় নষ্ট করেনি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছেন প্রস্তাবে। এখন তারা তাদের সিদ্ধান্তকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন। শুধু ভাবছেন তা নয় শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছেন। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোনাক্ষী সিনহা নাকি এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হতে চান। এজন্য তার কাজগুলো দ্রুত শেষ করতে চাইছেন তিনি। 

বান্টি অভিনেতা সোহেল খানের  সম্পর্কে শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।   

সোনাক্ষী বর্তমানে এআর মুরুগাদোস পরিচালিত আকিরা সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন । সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া সামনে আসছে তার ফোর্স-টু এবং নূর শিরোনামের দুটি সিনেমা।