English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১৩:৫৭

শাহরুখের পর অজয়ের সঙ্গে সানি

অনলাইন ডেস্ক
শাহরুখের পর অজয়ের সঙ্গে সানি
শাহরুখ খানের 'রইস'-এর পর অজয় দেবগনের 'বাদশাহো' সিনেমায় কোমর দোলায়ে দর্শক মাতাবেন সানি।

এই আইটেম নম্বরে সানি লিওনের সঙ্গে অজয় ছাড়াও দেখা যাবে ইমরান হাসমিকে। এই ইমরানেই এক সময় সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বীকার করেছিলেন। বাদশাহোর পরিচালক মিলন লাথুরিয়া জানিয়েছেন, এই আইটেম নম্বরটা একটু অন্য ধরনের হবে।

শোনা যাচ্ছে, সানি-অজয়-ইমরানের কম্বিনেশনে বলিউডের সবচয়ে হট আইটেম নম্বর দেওয়ার চেষ্টায় আছেন পরিচালক। প্রযোজক ভূষণ কুমারের বোন তুলসির বিয়েতে সানি লিওনের সঙ্গে পরিচয় হয় মিলনের। সেখানে সানিকে শুধু সুন্দর বলে নয়, ওর ব্যবহার ও বুদ্ধিমত্তার জন্য ভালো লেগে যায় বাদশাহোর পরিচালক মিলনের। সানি নিজে নাকি মিলনের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন। এদিকে, আগামী মাসে মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত মুভি 'বেইমান লাভ'। অপরদিকে একই মাসে মুক্তি পাচ্ছে সোনাক্ষী সিনহার ছবি 'আকিরা'। খবর- জিনিউজ