English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৬:০০

রাগে ফেটে পড়েন অনুশকা

অনলাইন ডেস্ক
রাগে ফেটে পড়েন অনুশকা

সম্প্রতি ফিল্মফয়ারে এক সাক্ষাত্কারে অনুশকা বলেন, বিরাটের বিষয়ে আগে কথা বলতাম। কারণ আমার মনে হত আমি যেমন পরিপক্বতার সঙ্গে সম্পর্কের বিষয়টা সামলাতে পারি, দর্শকরাও সে ভাবে ব্যাপারটা দেখবেন। কিন্তু, সেটা হয়নি। অনুশকা আরো বলেন, কারও সঙ্গে ডেট করলে, তার সঙ্গে দেখা করাটা তো স্বাভাবিক। সেটা নিয়ে কানাঘুঁষা হয় কীভাবে? অভিনেত্রী হিসেবে আমি সেরা পারফরম্যান্স দিলেও খবরের হেডলাইনে আসে আমার ব্যক্তিগত সম্পর্ক। সর্ম্পক নিয়ে প্রশ্নে মিডিয়ার ওপর রাগে ফেটে পড়েছেন অনুশকা।

তিনি জানিয়েছেন, তাকে স্কুলছাত্রের মতো প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কীভাবে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল? অনুশকার কথায়, অভিনেতারা সকলের সঙ্গে কথা বলেন না। দূরত্ব রেখে চলেন। কিন্তু আমি সকলের সঙ্গে কথা বলতে ভালবাসি। তার মানে এই নয়, সকলে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যা খুশি প্রশ্ন করবেন। তাই এ ব্যাপারে কোনও কথাই বলব না বলে ঠিক করেছি।