English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৪:৫৮

পরীর শুটিং সেটে হামলা, আটক ৩

অনলাইন ডেস্ক
পরীর শুটিং সেটে হামলা, আটক ৩

নায়িকা পরী মনির শুটিং সেটে হামলা হয়েছে। হামলার সময়ে পরী মনি শুটিং সেটে ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। ‘রক্ত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।

কক্সবাজারের দক্ষিণ মিঠাছড়িতে ‘রক্ত’ চলচ্চিত্রের শুটিং সময়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘কক্সবাজারের মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে ‘রক্ত’ সিনেমার শুটিং চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত শুটিং সেটে হামলা করে। এ সময় শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

এ ঘটনার পরপরই সেখান থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের আটক করার চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে নায়িকা পরী মনি বলেন, ‘আমার সঙ্গে তো কারো কোনো সমস্যা নেই। কেউ আমাকে হুমকিও দেয়নি। আমি এই বিষয়টি নিয়ে তেমন কিছুই জানি না। কেন তারা শুটিং সেটে হামলা করেছে। এটি পুলিশ তদন্ত করছে।