English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৬ ২২:৪৫

বিদেশি শিল্পীদের নিয়ে খুব ভয়ে ছিলাম : পরীমনি

অনলাইন ডেস্ক
বিদেশি শিল্পীদের নিয়ে খুব ভয়ে ছিলাম : পরীমনি

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে শুটিং চলাকালে নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিন দুর্বৃত্তকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিঠাছড়ি অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সে সময় জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলছিল।

এসময় সেখানে পরীমনি ছাড়াও জাজের কর্ণধার আবদুল আজিজ, ছবির নায়ক রোশন ছাড়াও ইউনিটের সঙ্গে কয়েকজন বিদেশি শিল্পীও উপস্থিত ছিলেন। 

রাত ৯টা নাগাদ কয়েকজন যুবক শুটিং ইউনিটে এসে হামলা চালায়। এতে সামান্য আঘাত পান শুটিং ইউনিটের কয়েকজন। তারপর স্থানীয় পুলিশের সহায়তায় তাদের আটক করানো হয়। এমনই দাবি পরীমনির।

শুক্রবার গো নিউজকে পরীমনি জানায়, দেশের সার্বিক পরিস্থিত ভালো না। তাছাড়া শুটিং ইউনিটের সঙ্গে কয়েকজন বিদেশি শিল্পী রয়েছে। তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালানোর পরিকল্পনাও হয়তো করেছিল। তাদের নিয়েই ভয়ে ছিলাম। এজন্য তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা নেয়া হয়।

তবে পরীমনি এখন নিরাপদে আছেন। রক্ত ছবির শুটিং শেষে আগামী সপ্তাহেই তিনি ঢাকা ফিরবেন বলে জানান। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।