English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৬ ২২:৩৭

`রুস্তম` নিয়ে সালমানের বাজি

অনলাইন ডেস্ক
`রুস্তম` নিয়ে সালমানের বাজি

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মতে, তার ‘রুস্তম’ ছবির প্রচারণা করে সতীর্থ সুপারস্টার সালমান খান বড় মনের পরিচয় দিলেন। এর  পাশাপাশি এটাকে চলচ্চিত্র শিল্পের ঐক্য চেতনা হিসেবেও দেখছেন  এই বলিউড তারকা।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমানের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গ এলে অক্ষয় মন্তব্য করেন, ‘সালমান নিজে থেকে আমার ছবির প্রচারণা করেছেন। এর মাধ্যমে বোঝা যায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা রেসের ঘোড়া নই যে এগিয়ে থাকতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’

এই অভিনেতা আরও বলেন, ‘বলিউডে অনেক কাজ আছে এবং পর্যাপ্ত অভিনেতা ও অভিনেত্রী নেই। এখানে আমাদের সবার জন্য প্রচুর জায়গা রয়েছে। এটি কোনো প্রতিযোগিতা না।’

গত ২ আগস্ট সালমান টুইটারে একটি ভিডিও শেয়ার করে ভক্তদেরকে ‘রুস্তম’ দেখার আহ্বান জানান। ভিডিওতে ৫০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘‘আমাদের চলচ্চিত্র শিল্পের রুস্তম-ই-হিন্দ ছবি আসছে, নাম ‘রুস্তম’। ১২ আগস্ট দেখে আসুন অক্ষয় কুমারের ছবি ‘রুস্তম’।’’

এদিকে সালমানের মতো অভিনেতা রণবীর সিং ও নির্মাতা করণ জোহর ভিডিও পোস্টের মাধ্যমে ‘রুস্তম’ ছবির প্রচারণা করেছেন। এগুলো এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ছবিটিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ইলিয়েনা ডি’ক্রুজ। এ ছাড়াও অভিনয় করেছেন এশা গুপ্তা, অর্জন বাজওয়া। টিনু সুরেশ দেশাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।