English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৪:৫৯

আত্মহত্যার পথে সাবা

অনলাইন ডেস্ক
আত্মহত্যার পথে সাবা
প্রেম, প্রতারণা ঘটনা দিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রেম অতঃপর’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। ইতিমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
 
এ নাটকে নায়িকা সাবা সঙ্গে তার ভালোবাসার মানুষ প্রতারণা করেছে। টাকা-পয়সাসহ সর্বস্ব নিয়ে উল্টো প্রেমিকাকেই মামলায় ফাঁসিয়েছে। সবকিছু হারিয়ে সাবা নিঃস্ব। আত্মহত্যাই এখন সাবার একমাত্র পথ।
 
তাই এতদিন খুব ভোরবেলা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সাবা! কয়েকজন মানুষ তাকে দেখে ফেলে। তারা কাজ করে একটি রেডিও স্টেশনে। রেডিওতে সাবার এই আত্মহত্যার গল্প শুনে এক আইনজীবী এগিয়ে আসেন সহযোগিতার জন্য। 
 
নাটকটি লিখেছেন মুরাদ পারভেজ, আর পরিচালনায় রিন্টু পারভেজ। এতে সাবার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটি ৫ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।