English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৪:৪৩

সোনাক্ষীর সঙ্গেই সালমানের রোমান্স

অনলাইন ডেস্ক
সোনাক্ষীর সঙ্গেই সালমানের রোমান্স
গুঞ্জণ ‘দাবাং ৩’ এ সালমানের বিপরীতে থাকবে সোনাক্ষী সিনহা। জল্পনা ছিল, সোনাক্ষীর পরিবর্তে দাবাং এ দেখা যাবে চোপড়াকে। কিন্তু দাবাং প্রযোজক আরবাজ খান সেই গুঞ্জনকে উড়িয়ে দেন। 
 
তিনি জানিয়েছেন, ‘দাবাং ৩’ ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় সোনাক্ষীই থাকছেন! তবে ছবিটিতে শুধু সোনাক্ষীই নন, থাকবেন আরো এক নায়িকা। আর দুই নায়িকার সঙ্গেই রোমান্স করতে দেখা যাবে সালমানকে।
 
এ ব্যপারে আরবাজ স্পষ্ট ভাষায় জানান, এ বার দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন চুলবুল পাণ্ডে। তবে সোনাক্ষী ছাড়া অন্য কোনো নায়িকাকে দেখা যাবে সিনেমায়, তা এখনই কিছু স্পষ্ট করে জানাননি আরবাজ খান।