English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৭:৪৬

নতুন আমেজে ঝড় তুলবে শাহরুখ- দীপিকা

অনলাইন ডেস্ক
নতুন আমেজে ঝড় তুলবে শাহরুখ- দীপিকা

ওম শান্তি ওম ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাও বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে! সেসময় তুমুল হিট করে এই ছবিটি। এরপর শাহরুখের সঙ্গে জুটি বেধে কয়েকটি হিট ছবির উপহার দীপিকা। তেমনিই ফের ঝড় তুলতে এবার প্রখ্যাত নির্মাতা আনন্দ এল রায়ের নির্দেশনায় আসছে এই জুটি!   বলিউডের প্রখ্যাত নির্মাতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘তনু ওয়েডস মনু’-এর আনন্দ এল রায়ের আসন্ন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান। অার শাহরুখের রোমান্স সঙ্গী হচ্ছেন দীপিকা। যদি এই সিনেমায় শাহরুখের বিপরীতে দীপিকা শেষ পর্যন্ত অভিনয় করেনেই তাহলে তা হবে চতুর্থবারের মত! যদিও নির্মাতার ঘনিষ্ঠসূত্র দীপিকার অভিনয়ের বিষয়টি প্রায় নিশ্চিতই করেছেন। 

আনন্দের এই ছবিতে শাহরুখকে দেখা যাবে বামনের চরিত্রে। এমন তুখোড় চ্যালেঞ্জটি নিতে এরইমধ্যে প্রস্তুত শাহরুখ। এরইমধ্যে এই চরিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণাও করেছেন।

শাহরুখ-দীপিকার অভিনয়ের বিষয়টি রীতিমত চূড়ান্ত হলেও আনন্দ এল রায় এখনো তার আসন্ন সিনেমার নাম ঘোষণা করেননি। তবে এটা নিশ্চিত যে ছবির মূল চরিত্র শাহরুখকে ‘বামন’ বানানোর সব পরিকল্পনায় করে রেখেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নাকি এই ছবিতে প্রায় ৬ ফুট দীপিকার বিপরীতে শাহরুখকে হতে হবে মাত্র তিন ফুট!