English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৬:০০

জানভির এক চুমুতেই ঝড়

অনলাইন ডেস্ক
জানভির এক চুমুতেই ঝড়

শিগগির সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। এ নিয়ে বলিউড পারায় এখন খুব গরম। সিনেমায় ক্যারিয়ার শুরু না করলেও এখনই অনেক ভক্ত জুটেছে জানভির। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার অনেক অনুসারী রয়েছে। যেহেতু তারকা পরিবারের সন্তান, তাই তার প্রতি ভক্তদের কৌতূহলও অনেক।   সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রেমিক শেখর পাহাড়িয়ার সঙ্গে জানভির একটি চুমুর ছবি। এরপর তা ভাইরাল হয়ে যায়।   শিখর পাহাড়িয়া ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি। এ ছাড়া এর আগে শিখরের ভাই বীর পাহাড়িয়ার অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্য খবরে এসেছিলেন।