English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৮:২৬

দীপিকার সৌন্দর্যের রহস্য কি?

অনলাইন ডেস্ক
দীপিকার সৌন্দর্যের রহস্য কি?

দীপিকা যিনি শরীরি সৌন্দর্য আর অভিনয় গুণে বলিউড ছাড়িয়ে পাড়ি জমিয়েছেন হলিউডেও। সময়ের সঙ্গে তার শারীরিক ফিটনেসও আরো আকর্ষণীয় হচ্ছে। কিন্তু দীপিকার শরীরি সৌন্দর্য ও ফিট থাকার রহস্যটা তার ভক্তদের কাছে এখনো অজানা।

সম্প্রতি দীপিকা পাডুকোনের ফিটনেস ট্রেইনার ফারহান ঢাল্লা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘জিমে গিয়ে শুধু শারীরিক কসরত করলেই হবে না। সুস্থ ও ফিট থাকার জন্য আধ্যাত্মিক দিক থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আত্মার সঙ্গে শরীর ও মনের যোগাযোগটা মানুষের খুবই জরুরি। শরীর থেকে আমরা আত্মাকে আলাদা করতে পারব না। আত্মা সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে।

হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ’র শুটিং নিয়ে এতদিন ব্যস্ত সময় পার করলেন দীপিকা। এতে ভিন ডিজেলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি।