English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৮:২৫

ক্যাটকে আইডল মানেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক
ক্যাটকে আইডল মানেন জ্যাকুলিন

শ্রীলঙ্কান বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সালমান খানের সঙ্গে ‘কিক’ সিনেমায় জুটি বেধে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এদিকে তার নতুন সিনেমা ‘ঢিসুম’ এর সাফল্যও তাকে হাতছানি দিচ্ছে।

সম্প্রতি খবর রটেছে, ক্যাটরিনা কাইফের সঙ্গে নিজেকে তুলনা করেন তিনি।  কিন্তু এমন খবর অস্বীকার করে ভারতীয় সংবাদমাধ্যমকে জ্যাকুলিন বলেন, ‘একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা একেবারেই ঠিক নয়। কারণ সবার ধরণই আলাদা। বলিউডে এসে অনেক কিছুই পেয়েছেন ক্যাট। প্রথম যখন বলিউডে পা রাখি তখন থেকেই ক্যাটরিনারকে আইডল মানি।

অভিনয় আর শরীরি সৌন্দর্যে বলিউডে শক্ত জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তার সাফল্য অনেকেই অনুপ্রেরণা দিয়ে থাকে। আর ক্যাটরিনার কাছ থেকে জ্যাকুলিন এখনো অনুপ্রেরণা পান বলেও জানান তিনি।