English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১০:৪৬

ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি নারী মডেল পিয়া

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি নারী মডেল পিয়া

জনপ্রিয় মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিনেত্রী হিসেবেও রয়েছে তার শক্ত অবস্থান। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন পিয়া। 

বিশ্বের ২৩ টি দেশে থেকে এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়ে থাকে। এই প্রথম কোনো বাংলাদেশি নারী মডেল ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে জায়গা পেলেন। আগামী অক্টোবর মাসের সংখ্যায় দেখা যাবে পিয়াকে। 

‘ভোগ’ মূলত ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক একটি ম্যাগাজিন। যেটি প্রতি মাসে একবার প্রকাশ পায় একযোগে বিশ্বের ২০টিরও বেশি দেশে। এটি প্রতি মাসে প্রায় তিন কোটি কপি বিক্রি হয়। ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে এর আগে মডেল হয়েছিলেন বিশ্বের নামি-দামি সব হলিউড-বলিউডের তারকারা। সেই তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হলো পিয়ার নাম। 

পিয়া বলেন, ‘ভোগ’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বাংলাদেশের অনেক মডেলের প্রোফাইল দেখেন। তারপর তারা অনলাইন থেকে আমার প্রোফাইল দেখে চুজ করেন। পরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। তাছাড়া ‘ভোগ’ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট ম্যাগাজিন। সেজন্য কাজটি করেছি। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে থাকছি আমি।’

গত ২৭ জুলাই ফটোশুটের জন্য মুম্বাই যান পিয়া। ২৮ জুলাই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ফটোশুটে অংশ নেন তিনি।  তার ছবি তুলেছেন ভোগ’র ফটোগ্রাফার ভারত শিখা। ফটোশুট শেষে গত ২৯ জুলাই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। 

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব পান পিয়া। মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। তবে র‌্যাম্পে পিয়ার যেমন শক্ত অবস্থান রয়েছে তেমনি আছে তার ভালোবাসা।  ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পিয়ার।