English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ০০:০৫

ঢাকা ফিরেই শুটিয়ে শাকিব খান

অনলাইন ডেস্ক
ঢাকা ফিরেই শুটিয়ে শাকিব খান

কলকাতায় ‘শিকারি’ ছবির প্রচারণা শেষ গতকাল শুক্রবার ঢাকায় ফেরেন নায়ক শাকিব খান। আগামী ১২ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’।  ছবির প্রচারণার জন্য তিন দিনের সফরে কলকাতায় গিয়েছিলেন শাকিব।

ঢাকায় ফিরে আজ শনিবার থেকে আবারো ‘শুটার’ ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। ‘শুটার’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজু চৌধুরী। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগতা নায়িকা বুবলী।

এ বিষয়ে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘শাকিব গত রাতে ঢাকায় ফিরেছেন। আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি। শাকিব খান বেলা ১২টা থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন। আফতাবনগরে আমরা সারা দিন শুটিং করছি, সন্ধ্যায় এফডিসির সেটে শুটিং করার কথা রয়েছে।’

দেশে ফিরে বিশ্রাম না নিয়েই শুটিং করার বিষয়ে শাকিব খান বলেন, “গতকাল ফিরেছি। প্রথমে ভেবেছিলাম একদিন রেস্ট নিয়ে শুটিং শুরু করি। কিন্তু ‘শুটার’ ছবির সেটসহ পুরো ইউনিট রেডি। যে কারণে আজ থেকেই শুটিং শুরু করেছি।”

এদিকে, শাকিব খানের ‘শিকারি’ ছবির জন্য এরই মধ্যে পশ্চিমবঙ্গের ১৩০টি হল বুকিং দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম ছাড়াও ‘শিকারি’ ছবিটি মুক্তি পাবে কানাডা, উত্তর আমেরিকা, লন্ডনসহ বেশ কয়েকটি দেশের সিনেমা হলে। গত ৭ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’।