English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৭:১৯

জীবনকে উপভোগ করছিঃ শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
জীবনকে উপভোগ করছিঃ শ্রাবন্তী

জীবনে নতুন সঙ্গী পাওয়ার পর এখন তিনি আগের চেয়ে অনেক ঝকঝকে, প্রাণখোলা। নতুন সম্পর্ক নিয়ে সুখী টলিউডের অন্যতম নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।

নিজের বর্তমান নিয়ে গণমাধ্যমের কাছে শ্রাবন্তী বলেন, ‘আমি সব সময় জীবনকে উপভোগ করেছি। আজকেও জীবনকে উপভোগ করছি। আমি সব সময় খুব পজিটিভ। জীবনের অনেক উত্থান-পতনকে দেখেছি। কিন্তু নিজের মনের জোরটাকে হারাইনি কখনো। কৃষাণের (কৃষন ব্রজ যাদব) সঙ্গে এনগেজমেন্টের আগে আমি আমার মা-বাবা-দিদি-জামাইবাবু সকলের মতামত নিয়েছি। আর অবশ্যই নিয়েছি আমার ছেলে ঝিনুকের মত। তবে ঝিনুক কৃষাণকে খুব পছন্দ করে।’

কথায় কথায় শ্রাবন্তী বললেন, ‘আসলে জীবন নিয়ে কোনো প্রেডিক্ট করা যায় না। আমি কোনো দিন ভাবিনি আমার জীবনের অত ডিপ্রেশন, খারাপ লাগাগুলোকে কাটিয়ে উঠতে পারব। কৃষণ ব্রজ যাদবের মতো একজন সুপার মডেলের সঙ্গে আমার কখনো দেখা হবে আর আমি ওর মধ্যে আমার মনের মানুষকে খুঁজে পাব, এটাও হয়তো কোনো দিন ভাবিনি। জীবন মাত্রই নানা চড়াই-উতরাই থাকে। জীবনই আমাদের সকলকে হয়তো ঘুরে দাঁড়াতে শেখায়।’

‘আসলে আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না,’ যোগ করেন শ্রাবন্তী, ‘আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সুখ-দুঃখে আলোড়িত হই। আমি বিশ্বাস করি, সবাই চিরকাল দুঃখী থাকে না, আবার সব সময় সুখও থাকে না। জীবনের খারাপ-ভালো যখন যে সময় এসেছে, সবটাকেই গ্রহণ করেছি, আমার বিশ্বাস ছিল, একদিন ঠিক আমার খারাপ সময় কেটে যাবে।’

কৃষাণের সঙ্গে এখন সুখের ঘর শ্রাবন্তীর। মডেলিংয়ের কাজ করা কৃষাণ নাকি এখন শুধু শ্রাবন্তীর জন্যই বাংলা ছবি দেখেন। এ কথা স্বীকার করে নিয়েই হাসতে হাসতে শ্রাবন্তী জানালেন, ‘কৃষাণ আগামীতে অভিনয়ের কথাও ভাবছে। দেখা যাক বাকিটা কী হয়।’

নতুন সংসার, তার মধ্যে পিছুটানের আর কোনো প্রশ্নই নেই। প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের কাছ থেকে নতুন সম্পর্কের পর কোনো শুভেচ্ছাবার্তা পাননি বলেই খোলামেলা জানিয়ে দিলেন। তবে আগামী দিনে রাজীবের সঙ্গে কাজ করতে তাঁর অন্তত কোনো অসুবিধা নেই বলেও সাফ জানালেন শ্রাবন্তী। বললেন, ‘রাজীবের পরিচালনায় অনেক ভালো ভালো কাজ করেছি। আর আমি পুরোপুরি প্রফেশনাল। তাই সিনেমা নিয়ে কোনো সমস্যা নেই।’