English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১১:০৭

ঐশ্বরিয়াকে নিয়ে লজ্জায় পড়েছে বচ্চন পরিবার

অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়াকে নিয়ে লজ্জায় পড়েছে বচ্চন পরিবার

ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য নাকি বেশ অস্বস্তিতে আছে বচ্চন পরিবার। অ্যায় দিল হ্যায় মুশকিলে তাঁকে ও রণবীর কাপুরকে ঘনিষ্ঠ অবস্থায় অভিনয় করতে দেযা যাবে। অস্বস্তির কারণ নাকি সেটাই। শোনা গেছে, ঐশ্বরিয়া নিজে নাকি করণ জোহরকে সিনগুলি বাদ দেওয়ার অনুরোধ করেছেন। তবে শেষমেশ কী হবে, তা ছবি রিলিজ়ের পরই বোঝা যাবে। অবশ্য, এও শোনা যাচ্ছে যে বচ্চন পরিবার প্রফেশনাল অ্যাক্টরে ভরা। ঐশ্বরিয়ার ব্যাপারে নাকি কারোর হস্তক্ষেপ করার দরকার নেই। তিনি জানেন যে তিনি কী করছেন। শোনা গিয়েছিল, ছবিতে রণবীর সঙ্গে একটি লিপ লক ছিল ঐশ্বরিয়ার। কিন্তু অস্বস্তি বোধ করায় সেই সিনটি নাকি অন্যভাবে শুট করা হয়।