English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৯:৫৭

উদয় চোপড়ার কারণে নার্গিস ফাকরির দেশত্যাগ?

অনলাইন ডেস্ক
উদয় চোপড়ার কারণে নার্গিস ফাকরির দেশত্যাগ?

বড় কোন স্টার না হলেও বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন নার্গিস ফাকরি। কিন্তু হঠাত্ই বলিউডের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে এমন উঠতি সময়ে তিনি নাকি ভারত ত্যাগ করছেন? আলোচনার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক একটি পোস্ট। আপাতত ‘বানজো’ ছবির শুটিং চলছে। হয়তো এটাই বলিউডে নার্গিসের শেষ ছবি! নার্গিসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বলিউড নাকি তার আর ভাল লাগছে না। তাই ভারতের পাট চুকিয়ে পাকাপাকি ভাবে আমেরিকায় স্থায়ী হতে চান নায়িকা। আর কখনও ভারতে ফেরারও ইচ্ছে নেই তার। আর এজন্যই নাকি নার্গিস টুইট করেছেন, ‘খুব তাড়াতাড়ি আমার অ্যাসাইমেন্ট গুলো শেষ করতে চাইছি।’ বলিউডে একটা বড় অংশের মতে, নার্গিসের ভারত ছাড়ার কারণ উদয় চোপড়া। উদয়ের সঙ্গে নার্গিসের নাম জড়িয়ে বহু গসিপ ছড়িয়েছে। দু’জনকে এক সঙ্গে অনেক জায়গায় দেখাও গেছে। কিন্তু কাজের প্রতি দায়িত্বশীল নার্গিস কখনই এসবে আপোষ করেননি। এমনকী উদয়ও টুইট করে বলেছিলেন, ‘আমি আর নার্গিস ভাল বন্ধু। আমাদের নিয়ে যে সব কথা রটছে তার কোনও ভিত্তি নেই।’ ৩৬ বছর বয়সী অভিনেত্রী নার্গিসের বাবা পাকিস্তানের নাগরিক, মা মার্কিনি। বড় হয়েছেন আমেরিকায়। ২০১১-তে ‘রকস্টার’ দিয়ে বলিউড অভিষেক হয় তার। এর পর ‘মাদ্রাজ কাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল ৩’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। অনেকেই বলছেন, এই গসিপ শুনতে শুনতে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন নায়িকা। আর সে কারণেই দেশ ছাড়তে চাইছেন!