English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ১২:২১

এবার আসছে সানি লিওনের বায়োপিক! নায়িকা কে?

অনলাইন ডেস্ক
এবার আসছে সানি লিওনের বায়োপিক! নায়িকা কে?

সানি লিওনের বায়োপিক! বলিউডে চমকের তালিকায় নবতম সংযোজন। খুব শিগগিরই শুরু হচ্ছে সানি লিওনের বায়োপিকের শ্যুটিং। কী থাকছে ছবিতে? জানা গিয়েছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর পরিচয়, প্রেম, পর্ন ইন্ডাস্ট্রি থেকে তাঁর বলিউডে আসা এবং স্ট্রাগ্‌ল— মূলত এই বিষয়গুলিকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। ‘‘তেরে বিন লাদেন’’ খ্যাত পরিচালক অভিষেক ভার্মা এই ছবিটি পরিচালনা করবেন।   সানি লিওনের উপরে তৈরি এটি দ্বিতীয় ছবি। প্রথমটি ছিল একটি তথ্যচিত্র। কানাডার ফোটোজার্নালিস্ট দিলীপ মেহতা ছিলেন ‘‘মোস্টলি সানি, পার্টলি ক্লাউডি’’ নামে ওই তথ্যচিত্রটির পরিচালক। তবে এই ছবিটি মোটেই তথ্যচিত্র গোত্রের হবে না বলে শোনা যাচ্ছে। আরও চমকের কথা হল, এই ছবিতে অভিনয় করার কথা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের। তিনি সানির প্রেমিক এবং স্বামীর চরিত্রে থাকছেন।   এবারে প্রশ্ন হল, বায়োপিকে সানির ভূমিকায় কে অভিনয় করছেন? উত্তরও সহজ। সানি স্বয়ং। জানা গিয়েছে, পরিচালক আর অন্য কারও নামই ভাবেননি এই ভূমিকায়। সানিও চাইছেন, তাঁর জীবনগাথা ফিল্মের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে।