English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ১১:২১

দীপিকার দিকে সালমানের চোখ

অনলাইন ডেস্ক
দীপিকার দিকে সালমানের চোখ

সালমান খান ও দীপিকা পাড়ুকোনকে এক সিনেমায় দেখার জন্য মরিয়া ভক্তরা। তেমনি ভক্তদের মনে ক্ষুদা দূর করবে সিনেমা টিউবলাইট।

বিজনেস অব সিনেমা জানায়, পরিচালক কবির খানের আগ্রহ ক্যাটরিনা কাইফের দিকে থাকলেও সালমানের চোখ ছিল দীপিকার দিকে। বলা যায়, শেষ মুহূর্তে সালমানকে ক্যাটরিনার কাছ থেকে কেড়ে নিলেন দীপিকা।

এর আগে কবির খানের এক থা টাইগার এ অভিনয় করেন ক্যাটরিনা ও সালমান। সে সূত্রে ‘ফিতুর’ অভিনেত্রীকে নেওয়ার জন্য ভাবেন কবির। কিন্তু সালমান চাচ্ছিলেন হট জুটি। তাই দীপিকাকে কবুল করে নেন নির্মাতা।

কয়েকদিন আগে টিউবলাই এর লোকেশন লাদাখের ছবি শেয়ার করেন কবির। জানান, টানা ৮০দিন সিনেমাটির শুটিং হবে।

তবে দীপিকার অন্তর্ভুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি অনেকটা অস্পষ্ট। কারণ হলিউড ফেরত এ অভিনেত্রীকে আরো দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির পদ্মবতীতে। এর জন্য দিতে হবে টানা ২০০ দিনের শিডিউল। শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। তাই দীপিকার হাতেও সময় নেই বেশি।