English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১২:০১

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিম

অনলাইন ডেস্ক
অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিম
বিদ্যা সিনহা মিম বর্তমানে ‘আমি তোমার হতে চাই’ ছবির জন্য এখন নেপালে অবস্থান করছেন ।

মঙ্গলবার দুপুরে ছবির কাজে কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিলেন গাড়িতে। এমন সময় হঠাৎ রাস্তার পাশের পাহাড় ধ্স শুরু হয়। আচমকা বড় বড় পাথরের চাঁই পড়তে থাকে গাড়ির সামনে রাস্তার ওপর।

একটু এদিক-সেদিক হলে গাড়ি আক্রান্ত হতে পারত। আহত হতে পারতেন মিমসহ ইউনিটের অন্য সদস্যরা। এদিকে পাহাড় ধস থেকে রক্ষা পেয়ে আতঙ্কিত মিম ফেসবুকে লিখেন, ‘অল্পের জন্য বেঁচে গেছি। হঠাৎ আমাদের গাড়ির সামনে পাহাড় ধস শুরু হয়। ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল, আমাদের গায়ের উপর এসে পড়বে। জীবনের প্রথম এমন ঘটনার সম্মুখীন হলাম।’ অনন্য মামুন পরিচালিত এ ছবির কাজ শেষের দিকে। মূলত দুটি গানের কাজ শেষ হলেই শতভাগ দৃশ্যধারণ সম্পন্ন হবে। মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাপ্পি, জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। ছবিতে গান গেয়েছেন জেমস, মমতাজ, হাবিব, আকাশ, তাহসিন ও নন্দিতা।