English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৬:৪০

দীপিকার মন্তব্যে ক্ষিপ্ত কারিনা

অনলাইন ডেস্ক
দীপিকার মন্তব্যে ক্ষিপ্ত কারিনা

দীপিকা পাড়ুকোনের মন্তব্যে ক্ষিপ্ত কারিনা কাপুর। দীপিকা-রণবীরকে ঘিরে বিয়ের গুঞ্জন শুরু বলিউডে। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি বিয়ে করিনি। আর আমি অন্তঃসত্ত্বাও নই।’

দীপিকার ‘অন্তঃসত্ত্বাও নই’ বলার মানে বুঝতে পারছেন না কারিনা। পৌতদি পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর মনে করে তাকে উদ্দেশ্য করেই দীপিকা এ মন্তব্য করেছেন।

কারিনার মা হওয়ার খবর জানিয়েছেন তার স্বামী সাইফ আলী খান। চলতি বছরের ডিসেম্বরে মা হবেন কারিনা কাপুর।

এসময় দীপিকার মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন কারিনা। কারিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপিকা তার বাগদান ও বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন তা ঠিক আছে। কিন্তু কারিনা বুঝতে পারছেন না কেন তিনি গর্ভবতী নন এই কথাটা বললেন।

এ নিয়ে তাকে কেউ কিছু বলেনি। এছাড়া অভিনেত্রীরা বিয়ে করলে আর ক্যারিয়ার নিয়ে ভাবেন না এই কথাটি শুনেও বিরক্ত হয়েছেন কারিনা।

মাতৃত্বকালীন সময়েও শুটিং করছেন কারিনা কাপুর। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি গর্ভবতী, মৃত নই। আর মাতৃত্বকালীন ছুটি কী? সন্তান জন্ম দেওয়া পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয়।’