English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৫:০৯

একাধিক বিয়েতে আপত্তি নেই কঙ্গনার

অনলাইন ডেস্ক
একাধিক বিয়েতে আপত্তি নেই কঙ্গনার

নতুন কোন সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচিত হয়েছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত। বিয়ে নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় আসলেন তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি কঙ্গনা জানান, একাধিক বিয়েতে তার কোন আপত্তি নেই। আজ সোমবার ভারতের গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, গতকাল রোববার ডিজাইনার মানব গঙ্গওয়ানির পোশাকে র‌্যাম্পে হাঁটলেন কঙ্গনা । সেখানেই তিনি বলেন, “মানবের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমার প্রথম বিয়ের পোশাক তো ওই ডিজাইন করবে। তখন সাংবাদিকরা জানতে চান, ‘প্রথম বিয়ের পোশাক’ মানে কি একাধিক বিয়ে করতে চান তিনি? উত্তরে নায়িকা বলেন, “কেন নয় বলুন তো? আমার মনে হয়, যদি একটা বিয়ে করতে পারি, তাহলে পরে একের বেশি বিয়েও করতে পারব।” উল্লেখ্য, বলিউডে প্রথমে আদিত্য পাঞ্চোলি, এরপর অধ্যয়ন সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গেও নাম জড়ায় তার। শুধু তাই নয়, হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্কের জল আদালত পর্যন্ত গড়ায়।