English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৩:৩০

দেশের সবচেয়ে বড় বাজেটের আইটেম গানে রাখি সাওয়ান্ত

অনলাইন ডেস্ক
দেশের সবচেয়ে বড় বাজেটের আইটেম গানে রাখি সাওয়ান্ত

দেশের সবচেয়ে বড় বাজেটের আইটেম গান তৈরি করছেন চিত্র নির্মাতা অনন্য মামুন। তিনি তার নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ ছবির জন্য গানটি নির্মাণ করছেন অনেক চমক নিয়ে।

‘ডিজিটাল প্রেম’ শিরোনামে গানটির বড় চমক হচ্ছে, এটিই হতে যাচ্ছে এ যাবতকালে নির্মিত আইটেম গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেটের। পাশাপাশি আরো একটি হিসেবে দর্শকরা এই গানে পাবেন বলিউড সেনসেশন রাখি সাওয়ান্তকে। এর মাধ্যমে বলিউডের এই তারকার অভিষেক হচ্ছে বাংলা ভাষা ও ঢাকাই ছবিতে।

শনিবার নেপালে গানটির চিত্রায়ন শুরু হয়েছে। তিনি বলেন, ‘সকাল থেকেই শুটিং করছি।

লাইভ টেকনোলোজিস শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। গানের কথা লিখেছেন মাহমুদ জুয়েল। সুর-সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। গানটির কোরিওগ্রাফি করছেন তানজিল আহমেদ।