English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১২:০১

নেশায় আক্রান্ত বলিউড নাইট পার্টির গোপন ভিডিও

অনলাইন ডেস্ক
নেশায় আক্রান্ত বলিউড নাইট পার্টির গোপন ভিডিও

বলিউডের নাইট পার্টির বিষয়ে ব্যাপক কথা প্রচলিত। সেসব কথাকে বলিউড তারকারা পাত্তাই দিতে চান না। কেন না এইসব টপ সিক্রেট বিষয়গুলো বাইরে আসার সম্ভাবনা একেবারেউই কম বলে মনে করেন তারা। তবে গোপন বিষয় ফাঁস করার লোক যে সবখানেই থাকে সে কথা কে না জানে। বলিউডের নাইট পার্টির এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে অনলাইনে। যেখানে বলিউডের বড় বড় তারকাদের উন্মত্ততা ধরা পড়েছে। নেশা, যৌনতা, প্রকাশ্য চুমু কি নেই সেখানে। যখন তারকারা নেশার ঘোরে চলে যান তখনই পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। নেশার ঘোরের কীর্তি কলাপ গুলো প্রকাশিত হয়েছে এই ভিডিওতে।