English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৬:২২

স্বামীকে গাড়ি-বাইক উপহার দেন মাহি

অনলাইন ডেস্ক
স্বামীকে গাড়ি-বাইক উপহার দেন মাহি

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে স্বামীকে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (২০ জুলাই) রাতে ঢাকার ক্যান্টনমেন্টে সেনামালঞ্চ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সামনে উপহার দেওয়াট‍া ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, স‍াদা রঙের মিতসুবিশি গাড়িটির মূল্য ৪০ লাখ টাকা। আর ধূসর রঙের সুজুকি মোটরসাইকেলটি কিনতে লেগেছে আড়াই লাখ টাকা।

ভিডিওতে মেয়েকে তুলে দেওয়ার কথা দিয়ে এই উপহারের খবরটি জানান মাহির বাবা ও মা। এই ভিডিওতে ব্যবহার করা হয় ‘আয় খুকু আয়’ গানটি। এ সময় মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বুধবার যখন মিলনায়তনের সামনে গাড়ি থেকে নামলেন তখন মাহিকে লাল শাড়িতে খুবই সুন্দর লাগে। গয়নার অভাব নেই। হাত, গলা, কপাল-সবখানে সোনার গহনা। নাকে নথ। কপাল ছুঁয়ে আছে টিকলি। আলোকচিত্রীদের সাটার পড়তে থাকলো। সাজানো গেটে নানান ভঙ্গিতে ছবি তুললেন মাহি। গায়ের গহনাগুলোও তুলে ধরলেন কয়েকবার। সব মিলিয়ে সেই দিনে ৫০ ভরি সোনার গয়নায় পরেছেন এ অভিনেত্রী।