English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ১০:৪৮

বাবা-মার অনুমতি নিয়েই পর্নস্টারে সানি

অনলাইন ডেস্ক
বাবা-মার অনুমতি নিয়েই পর্নস্টারে সানি

‘আমি যখন বাবা-মাকে আমার পর্নস্টার হওয়ার কথা জানাই, প্রথমে মেনে নেননি তাঁরা। তবে পর্নস্টার হতে পারবো না এমন কোন কিছু জোরও করেনি। শেষে কিছুদিন পর মেনে নিয়েছে আমার স্বপ্নকে।' সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজে জানিয়েছেন এমন কথা।

তৈরি হচ্ছে সানির তথ্যচিত্র। যার প্রিমিয়ার দেখানো হবে এবছর মার্কিন মুলুকের বিখ্যাত সানডান্স চলচ্চিত্র উৎসবে।

জানা যায়, কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক৷ দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক৷

এখন তিনি পরিচালনাও করেন৷ সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তাঁরই ভাবনাপ্রসূত। নার্স হওয়ার জন্য যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মারফত আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে।

সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রির দরজা। রাতারাতি বদলে যায় তাঁর জীবন৷ আবার সে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকতে থাকতেই চলে আসেন বিগ বসের আসরে৷ সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন।