English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ০২:০১

নওয়াজের কড়া সমালোচনা করলেন রাখি

অনলাইন ডেস্ক
নওয়াজের কড়া সমালোচনা করলেন রাখি

পাকিস্তানের মুলতানে নিজের ভাইয়ের হাতে গুলিবিদ্ধ হয়ে শনিবার (১৬ জুলাই) মৃত্যু হয় পাক মডেল কান্দিল বালোচের। এই ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কড়া সমালোচনা করেন বলিউড আইটেম গার্ল রাখি সাবন্ত।

তিনি বলেন, নওয়াজ শরিফের উচিত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে শিক্ষা নেওয়া।

অভিযোগ, ফেসবুকে সেনসেশনাল ছবি ও ভিডিও পোস্ট করার জন্য কান্দিল বালোচকে বেশ কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তাঁর ভাই। এক ধর্মগুরুর সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ান কান্দিল। আবার ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলিকে প্রেম নিবেদনও করেছিলেন এই পাক মডেল।

শনিবার এই খুনের ঘটনার পরই রাখি সাবন্ত বলেন, প্রধানমন্ত্রী মোদী যখন বেটি বাঁচাও প্রকল্প চালু করেছেন, শরিফ তখন বেটি হটাও চালু করছেন।