English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ২২:৩০

৩১ জুলাই বৈশাখী মেলায় যোগ দিচ্ছেন আইয়ুব বাচ্চু ও হাবিব ওয়াহিদ

অনলাইন ডেস্ক
৩১ জুলাই বৈশাখী মেলায় যোগ দিচ্ছেন আইয়ুব বাচ্চু ও হাবিব ওয়াহিদ

আগামী ৩১ জুলাই, রবিবার বাংলা টাউনে অনুষ্টিতব্য বৈশাখী মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। কাউন্সিলের উদ্যোগে অনুষ্টিত এবারের মেলায় মূল আয়োজন হবে ওয়েভার্স ফিহ্বে। সেখানেই থাকবে প্রধান মঞ্চ এবং স্টল সমুহ।

এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকবে ফান ফেয়ারের ব্যবস্থাও। ব্রিকলেনের বাকসটন স্ট্রীট থেকে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে মেলা শুরু হবে ঐদিন বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে শোভা যাত্রা গিয়ে মিশবে ওয়েভার্স ফিহ্বে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হবে নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো ইত্যাদি।

ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটির পরিচিত শিল্পি এবং বাংলাদেশের জাতীয় শিল্পীরা এতে অংশ গ্রহন করবেন। মেলায় বাংলাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী এলআরবি ব্যান্ড খ্যাত আইয়ুব বাচ্চচু এবং হাবিব ওয়াহিদ যোগ দিবেন। তাদের আগমনের সকল ব্যবস্থা কাউন্সিল চূড়ান্ত করেছে।

এবারের মেলাকে পরিবার বান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় থাকবে বিশেষ ফ্যামেলী জোন। এই ফ্যামেলী জোনে শিশুদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। মেহদী, ফেস পেইন্টিং ইত্যাদিও থাকবে সেখানে।

এছাড়া থাকবে বিশেষ আর্টস হাব এবং স্পোর্টস জোন। আর্টস হাবে বিভিন্ন ধরনের প্রদর্শনী, গল্প ও কবিতা পাঠের আসর বসবে। আর স্পোর্টস জোনে থাকবে বিভিন্ন ধরনের খেলাধূলা, শরীর চচ্চর্চা ইত্যাদি।

মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, এবারের বৈশাখী মেলাকে সবার কাছে আকর্ষনীয় করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় এবং আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বাঙ্গালী শিল্পীরা এত অংশ নিবেন। আশা করছি এটি সবার কাছে আকর্ষনীয় হবে এবং এতে অংশ নেয়ার আমন্ত্রন রইলো।

কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলার আসমা বেগম বলেন, বৈশাখী মেলায় আইয়ুব বাচ্চচু এবং হাবিব ওয়াহিদের মতো বিখ্যাত শিল্পীদের অংশ গ্রহনের কারনে আমি বিশেষভাবে আনন্দিত। নানা আয়োজনের কারনে এবারের মেলাটি সবার কাছে আকর্ষনীয় হবে বলে আমার বিশ্বাস।