English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১২:২৮

নতুন দায়িতে প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
নতুন দায়িতে প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সময়টা এখন শুধুই তার। একের পর এক সফলতার গল্প তার ক্যারিয়ারের পাতায় পাতায়। সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতার দ্যুতি ছড়িয়েছেন। বলিউড সীমানা পেরিয়ে অনেক আগেই হলিউডের সীমানায় সফলতার বৃক্ষ বপন করেছেন এই অভিনেত্রী।  সব গল্প পেছনে ফেলে অন্যরকম উচ্চতায় নিজেকে দাঁড় করিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার টরন্টো ইন্ডিয়ান চলচ্চিত্র উত্সবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। উত্সবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় সাত বিচারকের একজন হিসেবে থাকবেন এই অভিনেত্রী। অন্য বিচারকরা হলেন হলিউড অভিনেতা জেমস ফ্রাঙ্কো, চিত্রগ্রাহক বেন রিচার্ডসন, চলচ্চিত্র পরিচালক আভা ডুভারনে, কানাডিয়ান লেখক-পরিচালক জাভিয়ে দোলান, মিউজিক ভিডিও নির্মাতা ও আলোকচিত্রী নাবিল এল্ডারকিন এবং অ্যানিমেশন শিল্পী রাচেল রাইলি।  নতুন যুক্ত হওয়া এই শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬২টি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দশ দিনের এই উত্সবে প্রতিদিন সেরা ছবি বাছাইয়ের পাশাপাশি বিচারকরা তাদের দৃষ্টিতে চয়েস অ্যাওয়ার্ড ও ফ্যান ফেভারিট অ্যাওয়ার্ড বিভাগের বিজয়ী নির্বাচন করবেন।