English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১২:২৬

চার বছর পর…

অনলাইন ডেস্ক
চার বছর পর…

টানা চার বছর বিরতির পর বড়পর্দায় ফিরছেন ‘ককটেল’ এক শান্তশিষ্ট, সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করা ডায়না পেন্টি। ‘মিরা’ নামের সেই চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। কিন্তু এরপরই পর্দা থেকে নিখোঁজ হন তিনি। তবে চার বছর বিরতির পর ডিয়ানা আবারও বড় পর্দায় ফিরছেন ‘হ্যাপি ভাগ যায়েগি’ ছবির মাধ্যমে। নতুন এই ছবিতে তাঁর চরিত্র আগের ছবির সম্পূর্ণ বিপরীত। সহজ-সরল মিরাকে এবার দেখা যাবে উচ্ছল ও দুষ্ট এক তরুণী হ্যাপির চরিত্রে। যেখানে সব সমস্যার সমাধান তিনি নিজ তরিকায় করে থাকেন। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেকের চেয়ে আবেগকেই বেশি কাজে লাগান সেই তরুণী। ডিয়ানা অভিনীত এই ছবিতে আরও অভিনয় করেছেন অভয় দেওল, জিমি শেরগিল ও আলী ফজল। প্রযোজনায় আছেন আনন্দ এল রায়। এটি মুক্তি পাবে ১৯ আগস্ট।