English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ১৪:১৮

বিজ্ঞাপনে দৈনিক ২ কোটি চান দীপিকা

অনলাইন ডেস্ক
বিজ্ঞাপনে দৈনিক ২ কোটি চান দীপিকা

দীপিকা পাড়ুকোন বলিউড কাঁপানোর পাশাপাশি এখন হলিউড মাতানোর চেষ্টায় আছেন। কিন্তু বলিউডে একের পর এক ছবির সাফল্যের পর এখন সে রয়েছে তুঙ্গে।

সম্প্রতি একটি বিমান সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অফার এসেছে দীপিকা পাড়ুকোনের কাছে। আর তার জন্য দীপিকা নাকি সেই সংস্থার কাছ থেকে চেয়েছেন ৮ কোটি টাকা। এখন এই পরিমান টাকার চার্জ করেন শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুরেরে মতো অভিনেতারা।

সাধারণত বিজ্ঞাপন শুটিংয়ের জন্য দীপিকা প্রতিদিন দেড় কোটি টাকা চার্জ করেন। কিন্তু গত বছর পিকু ও বাজিরাও মস্তানির সাফল্যের পর দর চড়েছে দীপিকার। এখন তিনি হলিউডের কাজ করছেন। তাই এখন তিনি বিজ্ঞাপন শুটিংয়ের জন্য দিনপ্রতি ২ কোটির বেশি টাকা চার্জ করছেন।

শোনা গেছে এই চার্জ নাকি মেনে নিয়েছে সেই বিজ্ঞাপন সংস্থা।