English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২২:৫৯

১০০ কোটির ক্লাবে পা রেখে 'সুলতান'-এর নজর এবার পার্ট টু'তে

অনলাইন ডেস্ক
১০০ কোটির ক্লাবে পা রেখে 'সুলতান'-এর নজর এবার পার্ট টু'তে

সুলতান 'পার্ট টু'। তিন দিনের মাথায় সাফল্য আর তারপরই আরও বড় মাইল ফলকের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত! বলিউডের সুপারস্টার সলমন খান অভিনীত সুলতান পার্ট টু, না এখনই কোনও পাকাপোক্ত ঘোষণা নয়, তবে যদি হয় তাহলে অবাক হওয়ার মতও কিছু নেই।