English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ০০:৫৫

শাহিদ- মীরার স্পেশাল চুমু

অনলাইন ডেস্ক
শাহিদ- মীরার স্পেশাল চুমু

বিবাহবার্ষিকীকে স্পেশাল করে তুলতে শাহিদ কাপুর এবং মীরা রাজপুত একটি চুমু শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং এই নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে যায় চারিদিকে।

২০১৫ সালের ৭ জুলাই ধূমধামের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত হয় শাহিদ-মীরার বিয়ের অনুষ্ঠান। দেখতে দেখতে কেটে গেছে এক বছর ।

এরই মধ্যেই নতুন অতিথি আসতে চলেছে কাপুর খানদানে । আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন মীরা । এর মধ্যেই বিবাহবার্ষিকীকে আরো স্মরণীয় করতে শাহিদ ইনস্ট্রাগ্রামে একটা রোম্যান্টিক ছবি পোস্ট করেন ।

ছবির সঙ্গে উনি লেখেন “হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ । ইউ আর মাই সানশাইন।”