English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ০৩:৩১

করিনার প্রেগন্যান্সির খবরে রিঅ্যাক্ট অমৃতা

অনলাইন ডেস্ক
করিনার প্রেগন্যান্সির খবরে রিঅ্যাক্ট অমৃতা

সম্প্রতি করিনা কপূর খানের প্রেগন্যান্সির তথ্য কনফার্ম করেছেন স্বয়ং সাইফ আলি খান। গোটা পতৌদি পরিবারে নতুন সদস্যকে ওয়েলকাম করার অপেক্ষায় দিন গুনছে।

এ খবর প্রসঙ্গে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার কাছে জানতে চাওয়া হয়, করিনার মা হওয়ার খবর শুনে তাঁর কেমন লাগছে? এর উত্তর দিতে গিয়েই নাকি ভয়ানক রিঅ্যাক্ট করেছেন অমৃতা।

তিনি বলেছেন, ‘‘আমাকে এ ধরনের প্রশ্ন করার সাহস হয় কী করে? আমাকে এই প্রশ্ন করার জন্য আর ফোন করবেন না।’’ 

এদিকে সাইফ-অমৃতার দুই ছেলেমেয়ে রয়েছে। ইব্রাহিম এবং সারা। বাবা-মায়ের বিবাহ-বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গেই থাকে। কিন্তু করিনার মাতৃত্বের খবরে অমৃতার রিঅ্যাক্ট করার বিষয়টা ভাল চোখে দেখছে না বি-টাউনের একটা বড় অংশ। খবর- আনন্দবাজার