English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ১৩:৪৫

মূল্যবোধ ছাড়বো না বিধায় নগ্নতার আপত্তি: জয়া

অনলাইন ডেস্ক
মূল্যবোধ ছাড়বো না বিধায় নগ্নতার আপত্তি: জয়া

পর্দায় নগ্ন হয়ে নিজেকে উপস্থাপননে বিষয়ে আপত্তি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। জয়া জানান, আসলে নগ্নতা দেখানোর মধ্যে অনেক সময় দৃষ্টিভঙ্গীর সমস্যা থাকে। অনেক সময় নগ্ন সিনটা ততটা আবেদনময় দেখানো যায় না। আমরা মেয়েরা আসলে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে বহু দিন ধরেই ব্যবহৃত হয়ে আসছি। এর বাইরে ভারত নয়, বাংলাদেশও নয়। কিচ্ছু না দেখিয়েও কোনও সিকুয়েন্সকে অনেক বেশি সেন্সেবল অ্যাপ্রোচ দেওয়া যায় বলে জানান তিনি। নগ্নতার ব্যাপারে আপত্তি আছে জানিয়ে জয়া বলেন, আমার মূল্যবোধ কখনই ছাড়তে পারব না। নগ্নতায় আমার আপত্তি রয়েছে।