English Version
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১১:০৪

ঈদের বিশেষ মিউজিক ভিডিও;যদি কখনো মনে পড়ে

অনলাইন ডেস্ক
ঈদের বিশেষ মিউজিক ভিডিও;যদি কখনো মনে পড়ে

ঈদ উপলক্ষে অনলাইনে মুক্তি পেয়েছে বিশেষ মিউজিক ভিডিও 'যদি কখনো মনে পড়ে'। পোক প্রোডাকশনের ব্যানারে এটি নির্মাণ করেছেন রকিব মাজহার।

রফিকুল ইসলাম রাজুর গাওয়া এ গানে মডেল হয়েছেন, জাহিদ ও অনন্যা। গানটি উত্তরার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। সংগীত আয়োজন করেছেন রাব্বি আরবি। গানটি লিখেছেন আরিয়ান আহমেদ মাসুম।

এ ব্যাপারে রকিব মাজহার বলেন, গানটি একটু ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছি। রোমান্টিক ধাঁচের এ মিউজিক ভিডিওটি আশা করি সবার অনেক ভালো লাগবে।

 

ভিডিও লিংকটা দেখেন