English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৩:০৫

চার নায়িকার যুদ্ধ

অনলাইন ডেস্ক
চার নায়িকার যুদ্ধ

প্রতিবারের মতো এবারের ঈদেও মুক্তি পাচ্ছে একাধিক ছবি। সংখ্যার বিচারে এখনও পর্যন্ত চারটি ছবি মুক্তির মিছিলে থাকলেও শেষ পর্যন্ত কয়টি ছবি আসবে সেটা চূড়ান্ত হয়নি। মুক্তি প্রতিক্ষীত চারটি ছবির নায়িকাদের নিয়ে এ আয়োজন

ঈদে ছবি মুক্তি নিয়ে জট লেগেই আছে। এখনও পর্যন্ত চারটি ছবি মুক্তির বিষয়ে প্রচারনা চালাচ্ছে। ছবি চারটি হল- ‘শিকারি’, ‘সম্রাট’, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ও ‘বাদশা’।

বাদশা ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ। বাকি তিনটিরই নায়ক শাকিব খান। যদিও মেন্টাল ছবিটি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কারণ সেন্সর বোর্ড এ নামে ছবিটির ছাড়পত্র দিতে নারাজ। এ মর্মে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে বাকি তিনটি ছবিরই মুক্তি অনেকটা নিশ্চিত বলা যায়। শিকারি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, মেন্টালে তিশা, সম্রাটে অপু বিশ্বাস।

অন্যতিকে বাদশা ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। নাম দেখেই বোঝা যাচ্ছে লড়াইটা কাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি।

অনেকেই বলছেন, নায়কদের ক্ষেত্রে শাকিব খান আর জিৎ-এর মধ্যে লড়াই হলেও এগিয়ে থাকবে শাকিব খান। তাই শাকিব খানের নায়িকারাই এবার এগিয়ে থাকবেন। তবে ভারতের নায়িকা শ্রাবন্তীর এ দেশেও জনপ্রিয়তা রয়েছে। যে জনপ্রিয়তাকে পুঁজি করে অপু বিশ্বাসের জনপ্রিয়তার দুর্গে হানা দিবে বলে মনে করছেন অনেকেই।

তবে সমস্যা বাধছে অন্য জায়গায়। অজানা কারণে বর্তমানে সবার আড়ালে আছেন অপু বিশ্বাস। ছবির প্রচারণাসহ কোনো কাজেই পাওয়া যাচ্ছে না তাকে। এ নায়িকা ‘সম্রাট’ নিয়ে প্রচারণায় নামলে হয়তো শ্রাবন্তীর ‘শিকারি’ পাত্তাই পেত না সম্রাটের কাছে- এমনটিও বলছেন কেউ কেউ।

অপরদিকে বাদশা ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। জনপ্রিয়তার দিক থেকে একেবারেই তলানিতে রয়েছেন তিনি। এ পর্যন্ত দুইটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করলেও এখনও দর্শকমহলে ‘নায়িকা’ হয়ে উঠতে পারেননি। তাই শাকিব খানের আরেক ছবি ‘মেন্টাল’ যদি মুক্তি পায় তাহলে তার এ ব্যর্থতা নিয়েই নায়িকা তিশার সঙ্গে প্রতিযোগিতায় লড়তে হবে ফারিয়াকে।

এমনটি যদি ঘটেও থাকে তাহলে ফারিয়া নয়, তিশাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ তিশা ইতিমধ্যে ‘অস্তিত্ব’ ছবির মাধ্যমে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। টিভি পর্দার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বড় পর্দায়ও একটা শক্ত আসন করে নিয়েছেন তিনি। তাই প্রতিযোগিতার দৌড়ে তিশাকে টপকাতে বেশ কাঠখড় পোড়ানো লাগতে পারে ফারিয়াকে। তবে এবার ঈদে নায়িকা হিসেবে কে এগিয়ে থাকবেন আর কে পিছিয়ে পড়বেন এ নিয়ে বর্তমানে আলোচনা হলেও বিষয়টি দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।