English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৪:১৯

আবার নোবেল-তিশা

অনলাইন ডেস্ক
আবার নোবেল-তিশা

চিরসবুজ মডেল আদিল হোসেন নোবেল ও দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবারের ঈদে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘যাযাবর প্রেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে এটি প্রচার হবে। এর আগে নোবেল ও তিশা আফজাল হোসেনের নির্দেশনায় ‘সিটিসেল’ এবং অমিতাভ রেজার নির্দেশনায় ‘কেয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার তারা নাটকে অভিনয় করলেন।

নোবেল বলেন, ‘তিশা খুব লক্ষ্মী এক মেয়ে। বহু বছর ধরেই তাকে আমি চিনি ও জানি। তার মিডিয়া ক্যারিয়ারের জীবনের শুরুতে আমার সঙ্গে দুটি বিজ্ঞাপনে কাজ করেছিল। সেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। কিন্তু মূলত তিশা একজন অভিনেত্রী। আজ এত বছর পর তার আসল কাজের সঙ্গে অর্থাৎ অভিনেত্রী তিশার সঙ্গে আমি অভিনয় করেছি। অনেক ভালো একজন অভিনেত্রী তিশা। যাযাবর প্রেমের গল্পটা খুব ইন্টারেস্টিং। সৌখিন চেষ্টা করেছেন খুব যতœ নিয়ে নাটকটি নির্মাণ করতে।’

তিশা বলেন, ‘আমি সব সময়ই স্ক্রিপ্টের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে ভাবি। যাযাবর প্রেম নাটকের স্ক্রিপ্ট ভালো লেগেছে বিধায় কাজটি করেছি। নোবেল ভাই আমার বহুদিনের পরিচিত একজন মানুষ। তিনি এমনই একজন মানুষ যার সঙ্গে কথা বলতে গেলেই ভালো লাগে। তো যে মানুষটির সঙ্গে কথা বলতে গেলেই ভালো লাগে সেই মানুষটির সঙ্গে যখন অভিনয় করতে গিয়েছি তখন আরও বেশিই ভালো লেগেছে। তাই যাযাবর প্রেম নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী যে দর্শকের এ নাটকটি খুব ভালো লাগবে।’

ঈদে নোবেলকে হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে অপি করিমের সঙ্গে একটি পারফরম্যান্সে অংশ নিতে দেখা যাবে। পাশাপাশি মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এদিকে তিশা আজ শেষ করবেন জাকারিয়া সৌখিনের নির্দেশনায় ‘পবিত্র প্রেম’ নাটকের কাজ। রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। এতে তিশার বিপরীতে আছেন ইমন। এ ছাড়া তিশা আসছে আগস্ট মাস থেকে শুরু করতে যাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘হলদা’ সিনেমার কাজ। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন জাহিদ হাসান, মোশাররফ করিমসহ আরও অনেকে।