English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১০:৪৬

ক্যাটরিনা-কারিনার নায়ক সাব্বির!

অনলাইন ডেস্ক
ক্যাটরিনা-কারিনার নায়ক সাব্বির!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান টি-২০ স্পেশালিস্ট হিসেবে খ্যাত ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান গতি দানব তাসকিন আহমেদ ও আরাফাত সানি – এই তিন তরুণ ক্রিকেটারকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান

‘ক্রিকেট ক্রিকেট’। আর অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে সাব্বির জানালেন তার পছন্দের নায়িকা বলিউডের কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফ।

মজার এই আড্ডার উপস্থাপিকার ভূমিকায় ছিলেন অভিনেত্রী-মডেল ঈশিকা খান। এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘ক্রিকেট ক্রিকেট’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

সেই অনুষ্ঠান সাব্বির বলেন, ‘কখনো যদি সুযোগ আসে তাহলে ক্যাটরিনা কাইফ এবং কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করতে চান জাতীয় দলের এই সময়ের সেরা তারকা!’