English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ২২:৩৩

উপস্থাপনায় মিম-মাহি-নুসরাত

অনলাইন ডেস্ক
উপস্থাপনায় মিম-মাহি-নুসরাত

এবারের ঈদের অনুষ্ঠানমালায় উপস্থাপনা করতে দেখা যাবে মিম-মাহি-নুসরাত ফারিয়াকে। জনপ্রিয় এই তিন চিত্রনায়িকা

একুশে টেলিভিশনের তিন পর্বের অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’-এর ভিন্ন ভিন্ন পর্বে হাজির হবেন তারা।

অনুষ্ঠানে এই তিন চিত্রনায়িকার অভিনীত সিনেমার দান ১০টি করে গান প্রচার হবে। প্রতিটি পর্বে গানের আগে এগুলোর দৃশ্যধারণের অভিজ্ঞতা জানিয়েছেন তারা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এর ধারণ কাজ সম্পন্ন হয়।

নুসরাত ফারিয়া উপস্থাপিকা হিসেবেই পরিচিতি পেয়েছেন। তাই এ অভিজ্ঞতা তার কাছে নতুন নয়। তবে মিম ও মাহিকে প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন।

মিম বললেন, ‘উপস্থাপনার বিষয়টি আমার কাছে অন্যরকম লেগেছে। তাছাড়া আমার নিজের ছবির গান বলে কথা। তাই এক কথায় রাজি হয়েছি।’

একুশে টেলিভিশনে ঈদের চতুর্থ থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে ‘আমার ছবি, আমার গান’। প্রযোজনায় দীপু হাজরা। তিনি বলেন, ‘চিত্রনায়িকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের ছবির গানের কাজ সম্পর্কে জানালেন, এ ধরনের ভাবনা সম্ভবত এর আগে দর্শকরা দেখেনি।