English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১৩:২৮

মৌমাছিকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
মৌমাছিকে হত্যার হুমকি

নায়িকা তানহা মৌমাছিকে কে বা কারা যেন হুমকি দিচ্ছেন। তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেন নায়িকা নিজেই।

অবশ্য এজন্য মঙ্গলবার (২১ জুন)  রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তানহা। এমনটাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তানহা লিখেন, ‘আল্লাহ জানে কার কী ক্ষতি করেছি। এবং কেন আমার পেছনে এত শত্রু লেগেছে- বুঝতে পারছি না। তবে শিগগিরই শত্রুদের ধরতে পারব ইনশাআল্লাহ।

বন্ধু তোমরা দোয়া করো আমার জন্য, খারাপ মানুষগুলো কোনোদিন যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। কিছু মানুষ খুব বাজে কমেন্টস করে আমায় অনেক বিব্রত করছে।

রোজার মাসে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছি, আল্লাহ তুমি এদের নিজের হাতে বিচার করো। আমি কোনদিন কোনো মানুষের ক্ষতি করিনি। সব সময় চাই সবাই ভালো থাকুক। কিছু মানুষ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।’